মুন্সীগঞ্জ-১ আসনের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার বিকালে সিরাজদিখান উপজেলার শেখরনগর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবাই মিলে বৈষম্য আর ভেদাভেদহীন রাষ্ট্রগঠন করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাষ্ট্রের উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে দুজনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান। কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই