ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, 'কাশিয়ানী ও মুকসুদপুর উন্নয়ন প্রশ্নে কোনো দল-মত নেই, বিভাজন নেই। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।'
শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নে বড় ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মিসভায় এ কথা বলেন তিনি। সভাটি আয়োজন করে ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি।
প্রধান অতিথি সেলিমুজ্জামান বলেন, ‘জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’
তিনি আরও বলেন, 'আমরা সরকারের নির্যাতনের শিকার হয়েছিলাম, তবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকবে হবে, সম্প্রীতির রাজনীতি করতে হবে।'
অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই