টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘টাঙ্গাইলের প্রতিটি সন্তানকে কর্মসংস্থানের আওতায় আনব। সদর থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক শহর গড়ে তুলব।’
শনিবার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সভাপতিত্বে শহরের কাগমারিতে পৌরসভার ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ,জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘টাঙ্গাইল সদর-৫ আসনে নতুন নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।’
মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।