জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনীতি মানে চাঁদাবাজি, ধান্দাবাজি, উচ্ছৃঙ্খলতা নয়। রাজনীতি হতে হবে মানুষের জন্য।
শনিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এ আয়োজন করে।
তিনি ভাঙ্গাবাসীর উদ্দেশে বলেন, 'ভাঙ্গার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে, এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না। আমি প্রতিহিংসার রাজনীতি করবো না, কারো অসম্মান করবো না। আমি লুটপাট করতে আসিনি। প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। '
তিনি আরো বলেন, গত ১৭ বছর ভাঙ্গায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশত শয্যায় উন্নীত করা হবে।
ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহসভাপতি মিজান মুন্সীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হক মিরু মুন্সীসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই