শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেছেন, শেরপুর সদর আসনকে চাঁদাবাজ, নেশামুক্ত ও বৈষম্যহীন রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা হবে। উন্নয়নবঞ্চিত শেরপুরকে এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর।
শুক্রবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রিয়াংকা আশা প্রকাশ করে বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমি তার কাছে শেরপুরের সমস্যা উপস্থাপন করে সমাধান চাইবো। সংসদ সদস্য নির্বাচিত হলে, এলাকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন ও নারীর সক্ষমতা বাড়াতে কাজ করে যাবো। শেরপুর হবে মডেল জেলা।'
পথসভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াংকার বাবা মো. হযরত আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই