ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯ নম্বর উচাখিলা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এ সময় মাজেদ বাবু বলেন, আপনাদের প্রতিটি হাসিমুখ, আন্তরিক উপস্থিতি এবং একতার শক্তি— আমাকে নতুন করে পথ দেখায়, সংগ্রামে সাহস জোগায়। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের প্রেরণা। আসুন, আমরা সবাই মিলেই ঈশ্বরগঞ্জের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে একসাথে এগিয়ে যাই।
এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথ সুগম করা আহ্বান জানান।
বিএনপির এই প্রার্থী বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো দল নেই, মত নেই, নেই বিভাজন... এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ