বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী নির্বাচন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জায়গায় আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি আমাদের পক্ষে। আশা রাখি, আগামী নির্বাচনে ধানের শীষে বিজয় অর্জন করতে আমরা সক্ষম হবো।
শুক্রবার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে বাদ জুমা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই নেত্রী আজ অসুস্থ অবস্থায় রয়েছেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যায় তখন সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন বের হয়েছেন অসুস্থ অবস্থায়। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি- আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করে তাকে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন।
এসময় বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম