ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, আওয়ামী দুঃশাসনে দেশ যেমন লুণ্ঠিত হয়েছে, তেমনি ঢাকা-৫ আসন শিক্ষা, দীক্ষা ও উন্নয়নে চরমভাবে অবহেলিত হয়েছে।
তিনি বলেন, গত সরকারের আমলে এই জনপদের মানুষকে সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে কেবল লুটপাট চালানো হয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ীতে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বিগত ১৫ বছর ধরে চলা দুঃশাসনে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। বিশেষ করে আমাদের এই ঢাকা-৫ আসন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এখানে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি, নেই পর্যাপ্ত খেলার মাঠ। এই এলাকার মানুষকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগামীতে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও আশীর্বাদে এই এলাকাকে ঢেলে সাজাব। শিক্ষা ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে আধুনিকায়নের মাধ্যমে ঢাকা-৫ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা হবে।
এ সময় নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান নবীউল্লাহ নবী। তিনি বলেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্বাচন পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। দেশি-বিদেশি সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দ্বীনার সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ. এ জহির উদ্দিন তুহিন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার ও কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল আহমেদ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/জুনাইদ