রংপুরে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের জেলা কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে সামসুজ্জামান সামু বলেন, রংপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। একটি দল রংপুরকে শাসন-শোষণ করেছে। তারা রংপুরের কোনো উন্নয়ন করেনি, রংপুরের মানুষকে নিয়ে ভাবেনি। তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, আত্মীয়-স্বজনদের ভাগ্যের উন্নয়ন করেছে।
তিনি আরও বলেন, এবার পরিবর্তনের সময় এসেছে। আশা করি, রংপুরের মানুষ সেই সুযোগ হাতছাড়া করবে না। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করবে।
একই দিনে ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে নির্বাচনি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলমসহ মহানগর বিএনপি ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই