বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন এবং জনগণের নেতা হবেন তিনি।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের ওপরই লালমনিরহাটের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
বেকার যুবকদের উদ্দেশ্য করে দুলু বলেন, বর্তমান সমাজে আপনারাই আগামীদিনের শক্তি, আপনারাই এই জেলার ভবিষ্যৎ। কিন্তু আজ আপনাদের চোখে হতাশা দেখি। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমাদের সরকারের এক নম্বর এজেন্ডা।
এছাড়াও তিনি লালমনিরহাটের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণা সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া