আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজিতপুর পৌর এলাকার ডাকবাংলো মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে বিএনপির সাংগঠনিক হাল ধরে রেখেছেন। আগামী নির্বাচনে ইকবালের পক্ষে দলীয় নেতাকর্মীদের সমর্থন সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, গত দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন ইকবাল। জেলার মধ্যে বিএনপির সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫, যা বিএনপির ‘দুর্গ’ হিসেবেও পরিচিত। এই আসনের জনগণ শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেবে না বলেও উল্লেখ করেন বক্তারা। তাই অবিলম্বে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার আহ্বান জানান তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, দলের দুর্দিনে আমি বাজিতপুর-নিকলী দুই উপজেলাতেই নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছি। নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা মোকাবিলা করেছি। আমিও একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি।
তিনি বলেন, জোটের অজুহাতে আমাকে বাদ দিলে সেটা আমার প্রতি অবিচার হবে। কারণ আসনটি বিএনপির, এলাকাটি বিএনপির ঘাঁটি, সুষ্ঠু প্রতিটি নির্বাচনে এখান থেকে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে। বিএনপির দলীয় প্রার্থীর বদলে জোটের কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এ আসন হারাবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম ও সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন ও শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক টিটু।
সমাবেশে বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমেদ মাখন, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক হেলিম তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে এই দুই আসনকে ঘিরে দলীয় মনোনয়ন নিয়ে কৌতূহল-উত্তেজনা বেড়েই চলছে। বিশেষ করে কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেতে শেখ মজিবুর রহমান ইকবাল ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। তার সমর্থকরা সম্প্রতি ২২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, বিশাল মশাল মিছিল ও রেলপথ অবরোধ করে ইকবালের পক্ষে দলীয় মনোনয়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই