বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষ প্রতীকের সব প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এখন আর আগের মতো পকেট কমিটি থাকার সুযোগ নেই। এসব পুরোনো পলিটিক্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পৌর ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দুর্বলতার স্থান থেকে রাজনীতি হয় না। বড় মন নিয়ে রাজনীতি করতে হয়। প্রতিহিংসার রাজনীতির পরিহার করে সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। রাজনীতি হলো বড় মনের জায়গা। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল