ব্যতিক্রমধর্মী গণসংযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার ভোরে হালুয়াঘাটের ধারাবাজারে কৃষি শ্রমিক হাটে হঠাৎ হাজির হন তিনি। এসময় তিনি কৃষি শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনেন।
গণসংযোগে প্রিন্স বলেন, বাংলাদেশের মাটির শক্তি কৃষক-কৃষি শ্রমিক। এই শ্রমিকদের ঘামেই দেশ চলেছে, অথচ তাদের জীবনমান আজও অবহেলা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে বন্দী। যে শ্রমিক সোনার ফসল ফলায়, সেই শ্রমিকই বছরের পর বছর অভাবে দিন কাটায়, এটা দেশের জন্য লজ্জা।
তিনি আরও বলেন, গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, লুটপাট আর সিন্ডিকেটের কারণে কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া নিরীহ মানুষ সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে। মাঠে ফসল ফলানো মানুষ ন্যায্যমূল্য পায় না, অথচ লুটপাটের রাজনীতিতে জড়িত একদল ব্যক্তি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল