বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক এমপি এবং দলীয় মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে একটি দল অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে। বেগম জিয়ার মহানুভবতায় রাজনীতিতে টিকে থাকার সুযোগ পেলেও এখন তারা মাঠে–ময়দানে নেতিবাচক বক্তব্য দিচ্ছে। তাদের ‘অবান্তর কথাবার্তা’ ও কর্মকাণ্ডের কারণে প্রশাসনে অস্থিরতা এবং দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত সংকট মোকাবিলায় অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তৃপ্তি।
বুধবার শার্শার কাগজপুকুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তৃপ্তি আরও বলেন, ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না—এমন আশঙ্কায় জামাত কয়েকটি ভুঁইফোড় দলের নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগে প্রশাসনে চাপ সৃষ্টির চেষ্টা করছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, আব্দার রহমান, শাজাহান সবুজ, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরউল্লাহ, আমিরুল ইসলাম বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সুজন