রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে এবং ধানের শীষের প্রচারণায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে রাষ্ট্র পুনর্গঠনের নতুন যে অধ্যায় শুরু হয়েছে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে যে জাতীয় সম্ভাবনার জন্ম হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফুলপুর ও তারাকান্দার উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত