চাঁদপুর সদর উপজেলায় ধানের শীষের পক্ষ্যে দিনব্যাপী উঠান বৈঠক ও গণসংযোগ করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুর ইউনিয়নে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি জয়ী হলে এলাকায় উন্নয়ন করা হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে। এসময় তিনি স্বাস্থ্য সেবার জন্য এলাকাটিতে একটি ক্লিনিক করার আশ্বাস দেন।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লস্কর বাড়িতে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর ৯ নম্বর ওয়ার্ড পূর্ব জাফরাবাদ, আব্বাস খান বাড়ি, দাইন খাঁ বাড়িসহ ইউনিয়নের বিভিন্ন বাড়ি ও বাজার এলাকায় ফরিদ আহমেদ গণসংযোগ করেন।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোটার-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়নের জনপদ মুখরিত হয়ে ওঠে।
বিডি-প্রতিদিন/এমই