চাঁদপুর সদর উপজেলায় দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতে এ সময় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার বাগাদী ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচির শুরু হয় ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে।
পরে দিঘির পাড়, খান বাড়ি, ৫ নম্বর ওয়ার্ডের মকিমপুর, শীল বাড়ি, ৭ নম্বর ওয়ার্ডের ছোবহানপুর ব্যাপারী বাড়ি, বাহাদুর খান বাড়ি ও হাজী আব্দুল কাদের মিয়াজী বাড়িসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন, মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ধানের শীষ জয়ী হলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহায়তাসহ জনগণের প্রয়োজনে পাশে থাকবো।
তিনি আরো বলেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। মানুষের জীবনযাত্রা সহজ ও স্বস্তিদায়ক হবে।
উঠান বৈঠক ও গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, বাগাদী ইউনিয়ন সমন্বয়কারী অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সদস্য পিরজাদা বরকত উল্যাহ খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই