চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্ঠীর নানামুখী সকল ষড়যন্ত্র। গ্রামে-গঞ্জে প্রতিটি ঘরে ঘরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। ৩১ দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে।
মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে, মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে নানুপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি নেতা শহিদ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. শাহরিয়া, নুরুল হুদা, মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ, এস এম মুনসুর, ফয়েজ তারেক, আজিজুল্লাহ, মো. হাসেম, মো. কতুুবি, আজম খান, হাসানুল কবির, মামুন সরোয়ার, তারেকুল ইসলাম তারা, গাজী আমান, শিউলি আকতার, আলী জহির, বাবলা, আমান উল্লাহ, আহমদ রশিদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ, বখতিয়ার উদ্দিন, মুরাত অভি প্রমুখ।
মিছিল শুরু হওয়ার আগে দক্ষিণ ফটিকছড়ির ৭ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানুপুর লায়লা কবির কলেজ মাঠে জমায়েত হন।
ক্যাপশন- ফটিকছড়ির নানপুরে ধানের শীষ সমর্থনে গন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।
বিডি প্রতিদিন/কেএ