বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের ইতিবাচক রাষ্ট্রচিন্তা জনগণকে অনুপ্রাণিত করছে। তারেক রহমান স্লোগান দিয়েছেন ‘দল-মত–ধর্ম–বর্ণ যার যার, বাংলাদেশ সবার’। এই স্লোগানের সাথে আমি বলতে চাই দল-মত-ধর্ম-বর্ণ যার যার, হালুয়াঘাট-ধোবাউড়া সবার।’
তিনি বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চির অবহেলিত জনপদের উন্নয়ন প্রশ্নে কোনো দল নাই, মত নাই, নাই বিভাজন-এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক হালুয়াঘাট-ধোবাউড়ার দল-মত নির্বিশেষে সকলের ঐক্যের প্রতীক।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর সভার দক্ষিণ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে রাষ্ট্র পুনর্গঠনের নতুন যে অধ্যায় শুরু হয়েছে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে যে জাতীয় সম্ভাবনার জন্ম হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে। আমাদের লক্ষ্য ধোবাউড়াকে আলোকিত, আধুনিক ও টেকসই জনপদে পরিণত করা।
তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমি একা নই, হালুয়াঘাট ও ধোবাউড়ার সর্বস্তরের মানুষ এমপি নির্বাচিত হবে। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’
পৌরবাসীর প্রতি ধানের শীষ ও তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ‘নির্বাচিত হলে জনগণের ভোট নিয়ে ঘুমিয়ে থাকব না। এই অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার জীবন উৎসর্গ করব।
পথসভায় হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত