বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নারীদের ভোটেই ধানের শীষের বিজয় হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন এবং শিশুদের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর ডিজে হাই স্কুল মাঠে ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, নারীর ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। স্বাধীনতার পরে তিনি যৌতুক নিরোধ আইন পাস করেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেন এবং এসিড সন্ত্রাস প্রতিরোধে আইন পাস করেন।
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী–শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে—তাদের ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এমনভাবে বেহেশতের ‘টিকিট’ বিক্রি করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাইনুল