ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা আলহাজ মুশফিকুর রহমানের পক্ষে গণ-সংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের মডেল মসজিদ পর্যন্ত এবং কলেজপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মুশফিকুর রহমানের সালাম এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, ‘সাবেক এমপি মুশফিকুর রহমান ছিলেন একজন সাবেক সচিব। তিনি এক জীবন্ত কিংবদন্তি। তিনি ছিলেন সাবেক সিএসপি অফিসার। তিনি বিএনপির একজন বড় সম্পদ। কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব। মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই। আশা করি তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।’
লিফলেট বিতরণ শেষে বাদ মাগরিব সড়ক বাজার কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটন, মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, ইয়ার হোসেন শামীম, ফয়েজ আহমেদ, আল আমিন ভূইঁয়া, মো. দেলোয়ার হোসেন, মাহবুব খান, জাকির হোসেন, সানি ভূঁইয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ