সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা সদর থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন ধানের শীষের সমর্থকরা।
৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পরে বাজারের বটতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন আনিসুল হক। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ধানের শীষ আমার হাতে আমানত হিসেবে দিয়েছেন। আপনাদের সঙ্গে নিয়ে এই আমানত রক্ষা করতে চাই। ধানের শীষকে বিজয়ী করার মধ্যদিয়ে এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
আনিসুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি। এটা সম্মিলিতভাবে মোকাবেলা করে তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক বানাতে হবে। দেশের উন্নতি ও অগ্রগতি করতে হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক