ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে সেই ৩১ দফার লিফলেট বিতরণ করছি। দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছে। যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে চাই।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ শওকত ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সদস্য মো. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন মহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুল হাসান শাহিন, মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা। দুপুর থেকেই লোকজন অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান গান পরিবেশন করেন।
সংবর্ধিত প্রবাসী আলাউদ্দিন আহমেদ এ ধরণের আয়োজন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ