ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের খান্দার এলাকায় এ গণসংযোগ পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
গণসংযোগকালে তিনি বলেন, আগামী নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। বিএনপি সরকারের সময়ে তার নেতৃত্বে বগুড়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক কারণে এ জেলার উন্নয়ন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল। এখন সময় এসেছে সেই সব অপূর্ণ কাজ বাস্তবায়নের। এজন্য বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে জয়যুক্ত করতেই হবে।
তিনি আরও বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এ জেলার মানুষের মধ্যে ধানের শীষকে ঘিরে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। বগুড়ার প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল