আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
পরে স্থানীয় একটি পথসভায় বক্তৃতা দিতে গিয়ে ভিপি সাইফুল বলেন, তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে আমরা মাঠে নেমেছি। গণসংযোগে সাধারণ মানুষেরও অংশগ্রহণ উৎসাহজনক। তিনি নির্বাচিত হলে অসহায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম খরচে পাওয়া যাবে।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, সাবেক প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক ও সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তাম আলী, আবদুল খালেকসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/সুজন