ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণের ৪৯ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামলের নেতৃত্বে এ গণসংযোগ করা হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে তুলে ধরেন যাত্রাবাড়ী থানা বিএনপির নেতৃবৃন্দ। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান, মো. শিপন খান, এহতেশাম নকিব, সদস্য তারিকুল ইসলাম তারেক ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে। মানুষ ১৭ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য মুখিয়ে আছে।
ধানের শীষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার এবং জনগণের সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে যাবে।
বিডি-প্রতিদিন/শআ