নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন, যার অর্থ দেশের সামগ্রিক উন্নয়ন।
সোমবার বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিপুণ রায় বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা, বেকারত্ব দূর করা, অবকাঠামোগত উন্নয়ন— বগুড়াসহ সারাদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই বিএনপি কাজ করছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন ও ৩১ দফার বাস্তবায়ন।
তিনি আরও বলেন, বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের মাটিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। বগুড়া হলো দেশের নেতৃত্বদানকারী সন্তানের জন্মভূমি। বিএনপি ক্ষমতায় এলে নারীদের আরও সক্ষম করে তুলবেন তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। নারী সমাজ জাগ্রত হলে বাংলাদেশ বদলে যাবে— এই বিশ্বাস থেকেই তিনি নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান যৌতুকবিরোধী আইন প্রণয়ন করেছিলেন, যা নারীর মর্যাদা প্রতিষ্ঠায় একটি মাইলফলক। শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নারীরা রাজনীতি ও সমাজে শক্ত অবস্থান তৈরি করেছেন। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাই আগামী নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল