নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার পরিকল্পনা কর্মী অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন মাদারীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. শাহিন মুন্সী, জেলা পরিবার কল্যাণ সমিতির সভাপতি শাহানাজ পারভীন এবং জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি খাদিজা বেগম।
বক্তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বহুদিন ধরে অপেক্ষা করছেন। এতে পদোন্নতি, পদমর্যাদা, বেতন-ভাতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।
তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবার সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীদের অবদান অপরিসীম। অথচ কাঙ্খিত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কর্মীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।'
বিডি-প্রতিদিন/জামশেদ