বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গতকাল বার্জার এক্সপেরিয়েন্স জোন, বসুন্ধরা-এ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেছে এ বছরের কালার কার্নিভাল ২০২৫। অনুষ্ঠানে বার্জারের উচ্চপদস্থ কর্মকর্তা, পার্টনার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো পেইন্টিং সার্ভিসে বিশেষ ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ গিফট ভাউচার—যা গ্রাহকদের বছরের শেষ সময়ে ঘরবাড়ি নতুন করে সাজানোর পরিকল্পনাকে আরও সহজ, সাশ্রয়ী এবং উপভোগ্য করে তুলেছে। নতুন বছরকে সামনে রেখে এবং বিয়ের মৌসুমের চাহিদা বিবেচনায় বার্জার এই বিশেষ সুবিধাসমূহ গ্রাহকদের জন্য উন্মুক্ত করেছে। এছাড়াও, এবারের কালার কার্নিভালে উন্মোচিত হয়েছে নতুন ইলিউশনস টেক্সচার ও ডিজাইন, যা গ্রাহকদের ইন্টেরিয়রের জন্য আরও বৈচিত্র্যময় ও নান্দনিক রঙের সমন্বয় বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ বলেন, ‘কালার কার্নিভাল গ্রাহকদের জন্য মানসম্মত পেইন্টিং সার্ভিসকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলে। ডিসকাউন্ট, গিফট ভাউচার এবং নতুন ইলিউশনস ডিজাইনের সমন্বয়ে আমরা এ বছরের ক্যাম্পেইনকে সত্যিকারের ভ্যালু-অ্যাডেড অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলেছি।’
চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, ‘বর্তমান গ্রাহকেরা রঙ বেছে নেওয়া থেকে শুরু করে চূড়ান্ত ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপে পেশাদার গাইডেন্স চান। কালার কার্নিভালের ডিসকাউন্টেড অফার ও গিফট ভাউচার প্যাকেজ গ্রাহকদের জন্য পেশাদার পেইন্টিং সার্ভিসকে আরও আকর্ষণীয়, সহজ ও সাশ্রয়ী করে তুলেছে।’
জিএসএম (জিএসএম) শাব্বির আহমেদ বলেন, ‘বছরের এই সময়ে ঘর সাজানো ও রং করার প্রবণতা বৃদ্ধি পায়। কালার কার্নিভালের বিশেষ মূল্যছাড়, উপহার ভাউচার এবং এক্সপেরিয়েন্স জোনের সেবাসমূহ নিয়ে আমাদের টিম সারাদেশে দ্রুত, নির্ভরযোগ্য এবং উচ্চমানের পেইন্টিং সার্ভিস দিতে সম্পূর্ণ প্রস্তুত।’
গ্রাহকরা যেকোনো বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটে গিয়ে, হটলাইন ১৬৮০৪-এ কল করে অথবা বার্জারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে সেবা নিতে পারবেন। কালার কার্নিভাল চলাকালীন গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট, গিফট ভাউচার, এবং বার্জারের বিশ্বমানের পেশাদার পেইন্টিং সার্ভিস উপভোগ করতে পারবেন—যা এখন মাত্র এক ফোন কল দূরে।
বিডি প্রতিদিন/নাজিম