চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঝুলন্ত অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়েশা সিদ্দীকা (১৯) ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়ির তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘুম থেকে না উঠলে পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল "আমাকে মাফ করে দিবেন সবাই..."
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দীন বলেন, ঝুলন্ত অবস্থায় আমরা মরদেহ উদ্ধার করি। পাশে একটি চিরকুট পাওয়া যাওয়া যায়। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম