চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, বেগম খালেদা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত নেত্রী। তিনি আজীবন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীনভাবে সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একজন জনপ্রিয়, মজলুম ও গণতন্ত্রকামী নেত্রীকে মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব বড়ই প্রয়োজন।
শুক্রবার পটিয়া মডেল জামে মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
এতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের খতিব মাওলানা ক্বরী মোহাম্মদ ইরফান। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই