চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতা ও নগরের উত্তর আগ্রাবাদের শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার আগ্রাবাদ হাউজিং, শ্যামলী আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, কর্ণফুলী কমপ্লেক্সে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন সংযোজিত লার্ভা ধ্বংসকারী বিটিআই ওষুধ ও কীটনাশক স্প্রে করা হয়।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, জোন কর্মকর্তা জাহিদুল্লাহ রাশেদ, সুপারভাইজার ওয়াসিম কামাল রাজা, শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ফখরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই