চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে ১০ জন ও কেঁওচিয়া ইউনিয়ন থেকে ১২ জনকে আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন কৌশলে সাতকানিয়ায় বসবাস করছিল। তারা সাতকানিয়া এলাকায় ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতো।
তিনি আরও জানান, সাতকানিয়া থানার মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এমই