চট্টগ্রামের পটিয়া উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এলডিপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এম এয়াকুব আলীর উদ্যোগে শুক্রবার বিকালে কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন এলাকায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, সংগঠক জাহাঙ্গীর আলম মাস্টার, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাদের জামান ও প্রচার সম্পাদক আবদুর রশিদ।
বিডি-প্রতিদিন/সুজন