আবারও আলোচনায় চট্টগ্রামের জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী। এবার প্রকাশ্য জনসভায় প্রতিপক্ষকে হুঁশিয়ারি দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। এর আগে তিনি মহানগর জামায়াতের আমীর ছিলেন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওটিতে এক সমাবেশে তাকে বলতে শোনা গেছে, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনেছি অনেকে উল্টাপাল্টা বলছে—খবরদার, খবরদার, খবরদার। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখছি, আমার জন্য আল্লাহ আছেন। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন।’
এ সময় তিনি আরও বলেন, উল্টাপাল্টা করো না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা, ধনদৌলত, পরিবার চাইনি। আপনাদের দুয়ারে আজ এসেছি। দোয়া করবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতি আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এই এলাকার মানুষ ও মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নেই। সাতকানিয়া–লোহাগাড়ার মার্কা একটাই—দাঁড়িপাল্লা।
জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন—ভিডিওটি গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে দেওয়া বক্তব্যের।
এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে কব্জায় আনা নিয়ে মন্তব্য করে তিনি আলোচনায় আসেন। ওই বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া হয় এবং তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল