সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ব্রাদার্স ইউনিয়নের পক্ষে দুটি গোল করেন কাউছার আলী রাব্বি এবং একটি গোল করেন মোহাম্মদ আমিরুজ্জামান। অপরদিকে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন মো. রোমান। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের কাউছার আলী রাব্বি।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. ইয়াকুব, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সভাপতি শাহ আলম, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হান্নান মিরণ, সিজেকেএস ক্লাব সমিতির সদস্য আজিজুল মাওলা এবং কল্লোল সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ।
আগামী শনিবার ২৯ নভেম্বর সিসিএস মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল