চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অমিত দাশ অভি (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহম্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কর্ণফুলী চা বাগানের একটি আশ্রয়ণ প্রকল্প থেকে ওই যুবককে গ্রেফতার করা হয।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার রাতে বিদ্যুতের লাইন ঠিক করে দেওয়ার কথা বলে ওই কিশোরীর ঘরে ঢোকেন অমিত। একপর্যায়ে কৌশলে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী অমিতকে কৌশলে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডেকে এনে আটক রাখেন। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
কিশোরীর মা বলেন, ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। ওই সময় আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার বিচার চাই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করেছেন। অভিযোগ ওঠার পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল