সিলেটের বিয়ানীবাজারে র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ।
এর আগে, বুধবার রাতে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা কেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল