বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশ্যে বড় কিছু অর্জনের আশা প্রকাশ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলার অভিজ্ঞতা রাখেন আমির। আইপিএলের বাইরে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পরিসর রয়েছে তার। এবারের বিপিএল আসরের জন্যও তিনি সিলেট টাইটান্সের হয়ে নাম লিখিয়েছেন এবং আগামি টুর্নামেন্টে দলের হয়ে বড় সাফল্য আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভিডিওবার্তায় আমির বলেন, 'বিপিএলের আসন্ন আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। দলের সঙ্গে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা আমাদের সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে থাকুন। চলুন এবার একসাথে বড় কিছু অর্জন করি।'
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে খেলেছেন আমির। সপ্তাহখানেক আগে সেই টুর্নামেন্ট শেষ হয়েছে এবং আপাতত তিনি বিশ্রাম নিচ্ছেন। চলমান আইএল টি-টোয়েন্টি থেকে এবার নাম সরিয়ে নিয়েছেন। তবে সিলেট ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, আসরের সবগুলো ম্যাচে তাকে দেখা যেতে পারে।
সিলেট টাইটান্স আমির ছাড়াও পাকিস্তানের আরও দুই তারকা সাইম আইয়ুব এবং সালমান ইরশাদকে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করেছে। নিলাম থেকে দলে এসেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং অ্যারন জোন্স। দেশীয় খেলোয়াড়দের মধ্যে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার এবং ইবাদত হোসেন।
বিডি প্রতিদিন/মুসা