ভেন্যু সংকটের কারণে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫ পিছিয়ে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। সাত দিনব্যাপী এই প্রতিযোগিতার ভেন্যু ছিল পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম।
সেখানে ডিসেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা থাকায় টেবিল টেনিসের প্রস্তুতি ও অনুশীলন ব্যাহত হওয়ার আশঙ্কায় টুর্নামেন্টটি ৯ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ৯ জানুয়ারি।
শুরুর দুই দিন ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক বালক-বালিকাদের অনূর্ধ্ব ৯, ১১, ১৩, ১৫ ও ১৭ সিঙ্গেলস র্যাংকিং প্রতিযোগিতা। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯-এর নিচে আর কোনো জাতীয় র্যাংকিং নেই। এরপর ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে মূল পর্ব, যেখানে অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সিনিয়রদের জন্য পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত-এই সাতটি ইভেন্ট থাকবে। অনূর্ধ্ব-১৯ বিভাগেও একই সাতটি ইভেন্টে লড়বে বালক-বালিকারা। বিশেষ সুবিধা হিসেবে বালক বিভাগের র্যাংকিংয়ের শীর্ষ আট খেলোয়াড় সিনিয়র বিভাগেও খেলতে পারবেন। বালিকা বিভাগে বয়স বা র্যাংকিংয়ের কোনো সীমাবদ্ধতা নেই।
এবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার খেলোয়াড়-কর্মকর্তারা পাবেন যাতায়াত ভাতা ও ফেডারেশন নির্ধারিত দৈনিক ভাতা। অংশ নিতে পারবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং সেনাবাহিনী, আনসার, পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন সরকারি সার্ভিসেস দল।
বিডি প্রতিদিন/এমআই