বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে দল সাজানোর কাজ জোরদার করেছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে এবার তারা দলে টেনেছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার ডেভিড মালানকে।
শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেললেও সেরাটা দিতে পারেননি মালান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার বিধ্বংসী ইনিংস খেলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। রংপুরের টিম ম্যানেজমেন্ট মনে করছে, তার উপস্থিতি টপ-অর্ডারে দেবে স্থিতিশীলতা ও বাড়তি শক্তি।
মালান ছাড়াও দলটি এরই মধ্যে কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। তবে ফাহিম পুরো মৌসুম খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে নেয় রংপুর। নিলাম থেকে যোগ হয়েছে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাক।
রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।
বিডি-প্রতিদিন/আশফাক