ক্যাচ মিসের মহড়ায় গ্যাবার দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ক্যাচ মিস না করলে ম্যাচের ছবি ভিন্ন হতে পারত।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩৪ রানে শেষ হলে জো রুট ১৩৮ রানে অপরাজিত থাকেন। জোফরা আর্চারের সঙ্গে তার জুটি ছিল ৭০ রানের। মিচেল স্টার্ক নেন ৬ উইকেট।
জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসেও জীবন পেয়েই এগিয়েছেন ব্যাটাররা। ওপেনিং জুটিতে আসে ৭৭ রান। জীবন পেয়ে ট্রাভিস হেড ৩৩ রান করেন। জেক ওয়েদারাল্ড ৭২ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশেনও ৬৫ রান করে আউট হন।
স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে ৯৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত ভিত দেন। স্মিথ করেন ৬১। গ্রিন আউট হন ৪৫ রানে। এরপর জশ ইংলিস, মাইকেল নেসার ও অ্যালেক্স ক্যারি জীবন পেলে ইংল্যান্ড চাপ বাড়াতে ব্যর্থ হয়।
দিন শেষে ক্যারি ৪৬* ও নেসার ১৫* রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩৭৮। গোলাপি বলের টেস্টে এক দিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও গড়েছে তারা।
বিডি-প্রতিদিন/আশফাক