লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা নিজের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
ঘরের মাঠে শুরু থেকেই অ্যাতলেটিকো মাদ্রিদের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বার্সেলোনা। তবে আক্রমণের ঢেউ তুললেও ১৯ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা।
তবে সেই লিড খুব বেশি সময় টিকতে দেয়নি বার্সা। মাত্র সাত মিনিট পর পেদ্রির থ্রো-ইন থেকে তৈরি করা সুযোগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা রাফিনিয়া সমতার গোলটি করেন। ৩৬ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা, ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে বার্সা। ম্যাচের ৬৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন দানি ওলমো। এরপরও বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি অ্যাতলেটিকো মাদ্রিদ।
ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে আলেহান্দ্রো বাল্দের নিখুঁত পাস থেকে ফেরান টরেস গোল করে ব্যবধান ৩-১ এ দাঁড় করান। এর পরই শেষ বাঁশি বাজে ক্যাম্প ন্যুতে।
৩-১ গোলের এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে থাকার ব্যবধান চার পয়েন্টে বাড়িয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ধারাবাহিক পারফরম্যান্স শিরোপা লড়াইয়ে তাদের অবস্থানকে আরও শক্ত করেছে।
বিডি-প্রতিদিন/আশফাক