বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলাম থেকে ফিক্সিংয়ের অভিযোগে নয়জন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনটি রিট দায়ের করা হয়েছিল। কিন্তু হাইকোর্টে সেই রিট সরাসরি খারিজ হয়ে গেছে।
রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রেজাউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর আদালত রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন।
রবিবার রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হয় বিপিএলের ১২তম আসরের নিলাম। এই নিলামের খেলোয়াড়ের তালিকা থেকে গতকাল মোট নয়জন ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন দায়ের করা হয়। হাইকোর্ট আজ জানিয়েছেন, বহিষ্কৃত ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ছাড়াই বিপিএল ১২-এর নিলামে বাধা নেই।
বাদ পড়াদের তালিকায় আছেন জাতীয় দলে খেলা ৪ জন। তারা হলেন-জাতীয় দলে নিয়মিত আসা-যাওয়ার পথে থাকা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।
অন্যরা হলেন- আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান, মনির হোসেন খান ও একজন বয়সভিত্তিক দলের ক্রিকেটার।
বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা বেশ কয়েকজন ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাদ পড়বেন। তবে এদের মধ্যে কে ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এই ক্রিকেটারদের বাদ দেয়ার কারণ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসরের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী তদন্তের স্বার্থে কয়েকজন খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/এমআই