কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘আপনজন আড্ডা’য় বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, খেলাধুলা ছাড়া সুন্দর জাতিগঠন অসম্ভব। আমাদের বাচ্চাদের খেলার জন্য যা করা দরকার আমি তাই করবো।
শনিবার বিকালে নিজ জেলা ভাষা সৈনিক কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটার, কোচ, ক্লাব সদস্যদের সঙ্গে আপনজন আড্ডায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী ২০ বছর যারা দেশকে এগিয়ে নিবে তাদের খেলাধুলার কোন ফ্যাসিলিটিজ নেই। কিছু কিছু জেলায় থাকলেও সেখানে পৃষ্টপোষকতা নেই, লীগ নেই, টুর্নামেন্ট নেই। একাডেমির দিকে নজর দেওয়ার সময় এসেছে। ১১টি জেলা পরিদর্শন করে দেখেছি সেখানে কি ভঙ্গুর অবস্থা। বাচ্চাদের খেলাধুলার কোন সুযোগই নেই।
এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, আসিফ তরুনাভ, মাহির তাজওয়ার ওহী, সাবেক জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক ইমদু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস, ক্লাব অফিসিয়াল আল আমিন ভুইয়া, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট সদস্য হাবীব মোবাল্লেগ জেমস।
বিডি প্রতিদিন/আরাফাত