অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয়ের পর বাংলাদেশের সামনে এখন চীনের বিপক্ষে অঘোষিত ফাইনাল।
আগামী ৩০ নভেম্বর তনজিলাং স্টেডিয়ামে চীনকে হারাতে পারলে মূলপর্ব নিশ্চিত হবে কিশোরদের।
শুক্রবার বাহরাইনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২–১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের ৫৯ মিনিটে বায়েজিদ বোস্তামি দলকে এগিয়ে দেন। ৭২ মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান বাড়ান। শেষ দিকে বাহরাইনের জুহাইর ইবরাহিম একটি গোল ফেরালেও জয় ধরে রাখে লাল-সবুজরা।
এই জয়ে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে যৌথভাবে শীর্ষে। ফলে দুই দলের লড়াই হতে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’।
বাংলাদেশকে জিততেই হবে, কারণ চীন ড্র করলেই গোল ব্যবধানে তারা উঠবে আগামী মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে।
বিডি-প্রতিদিন/আশফাক