আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর নিয়ে চলা বিতর্কের মধ্যেই রাজ্যবাসীকে ঝাঁঝালো বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বিজেপির ধর্মীয় সমাবেশ এবং সীমান্তরক্ষী বাহিনী প্রসঙ্গে তেতে উঠলেন মমতা।
বুধবার কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা সরাসরি নারীদের উদ্দেশে বলেন, ভোটার তালিকা থেকে যদি তাদের নাম বাদ দেওয়া হয়, তবে রান্নাঘরের হাতা-খুন্তি নিয়ে তৈরি থাকতে হবে। তিনি প্রশ্ন তোলেন, আপনারা মায়েদের-বোনেদের অধিকার কেড়ে নেবেন এসআইআরের নামে? এরা ভোটের সময় দিল্লি থেকে পুলিশ আনবে, মা-বোনেদের ভয় দেখাবে। মা-বোনেরা, যদি নাম কাটা যায়, আপনাদের হাতিয়ার আছে তো? রান্নার সরঞ্জাম? গায়ের জোর আছে তো? নাম কাটলে আপনারা ছেড়ে দেবেন না তো? মা-বোনেরা সামনে লড়বে, পুরুষরা পিছনে থাকবে।
তিনি আরও বলেন, আমি দেখতে চাই কার জোর বেশি, মায়েদের না বিজেপির? মমতা ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে বলেন, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। যখনই নির্বাচন আসে, বিজেপি টাকা ব্যবহার করে এবং অন্য রাজ্য থেকে লোক এনে মানুষকে ভাগ করার চেষ্টা করে।
গত রবিবার কলকাতায় আয়োজিত গণ-গীতা পাঠের অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সকলে বাড়িতে প্রয়োজন মতো গীতা পাঠ করি। কেন জনসভার আয়োজন? ঈশ্বর হৃদয়ে থাকেন। যারা আল্লার কাছে প্রার্থনা করেন, তারাও হৃদয়েই করেন। যারা গীতা নিয়ে চিৎকার করছে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি, সহিংসতা, বৈষম্য এবং বিভাজন নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো ব্যক্তিত্বরা মানুষকে ভাগ করেননি। এরপরই তিনি প্রশ্ন করেন, তবে আপনারা কারা?
মমতা বলেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করা এবং দেশের জন্য জীবন উৎসর্গ করা পশ্চিমবঙ্গের মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। খাদ্যভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, মাছ-মাংস খাবেন কি না, তা আপনারা ঠিক করবেন। বিজেপি তো সেটাও খেতে দেয় না। কে নিরামিষ খাবে আর কে আমিষ খাবে, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।
এছাড়াও, মমতা বিজেপির বিরুদ্ধে তাদের আইটি সেলের তৈরি করা তালিকা অনুযায়ী নির্বাচন করার পরিকল্পনার অভিযোগ তোলেন। তিনি বলেন, মনে রাখবেন, বিহার পারেনি কিন্তু পশ্চিমবঙ্গ পারবে, আপনারা যাই করুন না কেন। তিনি তার সরকার পশ্চিমবঙ্গের মানুষকে উৎখাত হতে দেবে না বলেও জানান।
শেষে মমতা রাজ্যবাসীর কাছে একটি বিশেষ অনুরোধ রাখেন। তিনি বলেন, আমার একটাই অনুরোধ। আপনারা কেউ সীমান্ত এলাকায় বিএসএফ পোস্টের কাছাকাছি যাবেন না।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল