আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
মন্ত্রণালয় জানায়, গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সম্মিলিত অভিযানে মোট ১৯ হাজার ৭৯০ জন প্রবাসীকে আটক করা হয়। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ২৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৮৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১৫৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৬৬১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ার, ৪৫ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার কারণে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদির ভেতরে বসবাসরত আরও ১৫ জনকেও আটক করা হয়।
বর্তমানে ৩১ হাজার ২৯২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ এবং ১ হাজার ৮৮২ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৫ হাজার ৩৭০ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসন রোধে নিয়মিত ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ কর্মী সেখানে কাজ করেন। স্থানীয় গণমাধ্যমে প্রায়ই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের খবর প্রকাশিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন