যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা।
রুশ প্রেসিডেন্ট ভারতের জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের বিষয়ে কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কেনে। তাহলে, ভারতকে কেন তেল কেনার জন্য শাস্তি দেওয়া হবে?
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে পুতিন বলেন, 'যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। যুক্তরাষ্ট্রের যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতের কেন একই অধিকার থাকবে না?'
ব্লুমবার্গ সেপ্টেম্বর মাসে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক রিঅ্যাক্টরের প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল রাশিয়া।
সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।
মোদি আরও বলেন, 'আমার পূর্ণ বিশ্বাস আগামী সময়ে, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে, এই পারস্পরিক আস্থা ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।'
সূত্র: বিবিসি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/এমই