রাশিয়ার সঙ্গে আপস না করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক সংস্থা ওএসসিই’র এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মিউনিখে যারা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের নাম আমরা এখনও মনে রেখেছি। ওই ভুল কখনও পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। নীতি-আদর্শ অটুট থাকতে হবে। আমাদের প্রয়োজন প্রকৃত শান্তি, তোষামোদ নয়।
তার মতে, পুতিন এবং মার্কিন রাষ্ট্রদূতদের মধ্যে ‘যুক্তিসঙ্গতভাবে ভালো’ আলোচনার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ বর্তমানে অস্পষ্ট।
সিবিহা বলেন, ইউরোপ অতীতে অনেক অন্যায্য শান্তি চুক্তি করেছে। যার সবই নতুন বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে, ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রতিটি সুযোগ কাজে লাগাবে। ইউরোপে অতীতে অনেক অন্যায্য শান্তি চুক্তি হয়েছে। এগুলো সবই কেবল নতুন বিপর্যয়ের দিকে পরিচালিত করেছে
এদিকে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা শেষে গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈঠক ‘যথেষ্ট ভালো’ হয়েছে। তবে শান্তি আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
একইদিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার দল যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে।
৫৭ সদস্যবিশিষ্ট ওএসসিই—যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ইউরোপ ও মধ্য এশিয়ার বহু দেশ রয়েছে—স্নায়ুযুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাধাগ্রস্ত করায় সংস্থাটি প্রায়ই অচল অবস্থায় পড়ে, এবং মস্কো অভিযোগ করে যে এটি পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে।
সূত্র: খবর রয়টার্স।
বিডি প্রতিদিন/কামাল